মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ থেকে
আগামী ৪ মার্চ (বুধবার) কিশোরগঞ্জের তিনটি মাহফিলে আলোচনা করবেন জামিয়া রাহমানিয়ার শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক।
কিশোরগঞ্জের শহরস্থ তারাপাশা নূরানীয়া মাদরাসায়র খতমে বুখারী উপলক্ষে আয়োজিত ইসলামি সম্মেলনে দুপুর ১ টা ৪৫ মিনিটে এবং তাড়াইলের দামিহায় অবস্থিত মাদরাসাতুল আতহার দামিহা বাজার ও দামিহা কওমি মহিলা মাদরাসার খতমে বুখারি ও দস্তারবন্দি ইসলামি মাহফিলে আলোচনা করবেন বিকেলে।

এ ছাড়াও ঐ দিন রাতে কিশোরগঞ্জের নিকলীর গুরুই বাজার বনিক সমিতির উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসবে রাত ৯ টায় আলোচনা করবেন মাওলানা মামুনুল হক।

কিশোরগঞ্জ ও তার পার্শবর্তী এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিদেরকে ইসলামি সম্মেলনে যোগদানের আহবান জানিয়েছে আয়োজকরা।
আরএম/