সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

দাওরায়ে হাদীস পরীক্ষার খাতা দেখার জন্য ৯টি কেন্দ্র নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল। শেষ হবে ২৩ শাবান ১৬ এপ্রিল। এবারে নতুন নিয়মে পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য ৯টি স্থান নির্ধারণ করেছে সংস্থাটি।

১ মার্চ রাজধানীর মতিঝিলে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বৈঠকে সংস্থাটির ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

এতে আসন্ন দাওরায়ে হাদীস পরীক্ষার সময়সূচী নির্ধারণ এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য ঢাকায় ৪টি ও ঢাকার বাইরে ৫টি মোট ৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়।

নির্ধারিত নয়টি কেন্দ্র হলো- 

ঢাকার জামিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ, দারুল উলুম মাদানীনগর মাদরাসা, জামিয়া হোসাইনিয়া আরজাদবাদ, মারকাজুল ফিকরিল ইসলামি রিসার্চ সেন্টার বসুন্ধরা, চট্রগ্রামের জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা, বগুড়ার আল-জামিয়াতুল ইসলামিয়া ক্বাসেমুল উলুম (জামিল)মাদরাসা, ফরিদপুরের জামেয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদরাসা, সিলেটের জামেয়া ক্বাসিমূল উলূম হযরত শাহজালাল রহ. দরগাহ মাদরাসা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ