সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যেই ‘বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। এ প্রকল্পের মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন তিনি।

ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে রোববার (১ মার্চ) ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) এক সভা অনুষ্ঠিত হয়।

পিআইসি সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান, অতিরিক্ত পরিচালক দূর্গা রানী সরকার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম এহসান কবীরসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঢাকার কেরানীগঞ্জে ২০.১৫ একর জমির ওপর ৪০০ কোটি ১৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে। ২০১৭ সালে শুরু হওয়া এ প্রকল্পের কাজ ২০২১ সালে শেষ হবে। একনেকে ২০১৭ সালে প্রকল্পটির ব্যয় অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয় স্থাপনে ২০১৯-২০২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৮২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।

উল্লেখ্য, দেশের মাদরাসা শিক্ষার উন্নয়ন, আধুনিকায়ন এবং ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য সরকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়। এছাড়া, উচ্চশিক্ষা স্তরে মাদরাসার শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা এর অন্যতম লক্ষ্য।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ