সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

২ মার্চ দারুল উলুম মাবিয়ায় আসছেন আল্লামা শাহ আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার থেকে>

গত ২৮ ফেব্রুয়ারি আল্লামা শাহ আহমদ শফীর স্নেহধন্য ছাত্র ও খলিফা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী কর্তৃক পরিচালিত মাদরাসা দারুল উলুম জামিয়া আল ইসলামিয়ার নতুন ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

যা পুরো সাভারের মাটিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। প্রতিটি টিভি চ্যানেল ও পত্রিকাতে এ সংবাদ সম্প্রচারিত হয়েছে। মনোরম ও মনমুগ্ধকর পরিবেশে গড়ে ওঠা মাদ্রাসাটির নতুন ভবনের নির্মাণশৈলী ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন আগত অতিথিবৃন্দ।

এবার আগামী ২ মার্চ নিজের খলিফা ও পরম স্নেহধন্য ছাত্র মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর মাদ্রাসা পরিদর্শনের লক্ষ্যে মাদ্রাসাটির দস্তারবন্দী ও মাহফিলে অংশগ্রহণ করছেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

দুই মন্ত্রীর পদচারণার পর এবার এলাকাবাসীর মুখে মুখে আল্লামা শাহ আহমদ শফির আগমনের বার্তা। দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত হৃদয়ের সেই মানুষটিকে স্বচক্ষে দেখবেন -এই প্রত্যাশা গেরুয়াবাসির।

তাই এবারের মাহফিলটিকে একটু ভিন্ন পরিসরে বা ঘটা করে আয়োজন করতে যাচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ। আল্লামা শাহ আহমদ শফীর আগমন উপলক্ষে গেরুয়ার মাটিতে জনস্রোত নামবে, সেই স্রোত সামাল দেওয়ার প্রচেষ্টায় মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাহবুবুর রহমান।

তিনি আশা ব্যক্ত করে বলেন, "আমার প্রিয় উস্তাজ ও মুরশিদ আমার পরিচালিত প্রতিষ্ঠান আসবেন, এটা আমার নিকট খুবই আনন্দের। আয়োজনটা একটু বড় পরিসরে করতে চাচ্ছি, যেন আগত মেহমান ও শ্রোতাদের কোন সমস্যা না হয়। এজন্য মহান রাব্বুল আলামীনের নিকট তাওফীক কামনা করছি।"

বহুল আকাঙ্ক্ষিত সেই মাহফিলে আল্লামা আহমদ শফীর ছাড়াও অংশগ্রহণ করছেন, খতমে নবুওয়াত সংরক্ষন কমিটির কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), সাভারের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুরের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী ও জামিয়া ইব্রাহিম আ.-এর মুহতামিম মুফতি জাহিদুল ইসলাম কাসেমী।

মাদরাসা প্রাঙ্গন ময়দানে বাদ জোহর থেকে শুরু হবে দস্তারবন্দী ও ইসলামি মাহফিলের আনুষ্ঠানিক আয়োজন।

মাহফিলে উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন অত্র মাদ্রাসার মুতাওয়াল্লি ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান হিরু। সভাপতিত্ব করবেন দারুল উলুম মাবিয়া আল ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মিনহাজ উদ্দিন মুসা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওলামা কেরাম উপস্থিত থাকবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ