সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

দিল্লিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তর-পূর্ব দিল্লিতে জাতিগত সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের শহীদ মিনারের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই সেখানে মুসলমানদের ওপর হামলা চালানো হচ্ছে। এসব বন্ধ করতে হবে। একই সঙ্গে মুজিববর্ষে নরেন্দ্র মোদির নিমন্ত্রণপত্র বাতিল করতে হবে।

সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল-উজ্জামান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে সাম্প্রদায়িক নরেদ্র মোদীকে নিমন্ত্রণ জানানোর কোন প্রশ্নই আসে না। মোদীকে কোনভাবেই এদেশে আসতে দেয়া যাবে না।

সমাবেশে সংগঠনের জাবি শাখার সভাপতি আরমানুল ইসলাম খান বলেন, উত্তর দিল্লির এ সহিংসতায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। এটি বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য আশঙ্কার। তাই বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই অবিলম্বে ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ হামলার কারণ জানতে চাওয়া হোক। আর মুজিব শতবর্ষে নরেন্দ্র মোদির নিমন্ত্রণপত্র বাতিল করা হোক। না হলে দেশের জনগণই মোদিকে প্রতিহত করবে। আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে।

ছাত্র অধিকার পরিষদের জাবি শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের জাবি শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন ও ছাত্র অধিকার পরিষদের সদস্য আব্দুল্লাহ আল নোমান ধ্রুব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ