সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

র‌শী‌দিয়া নূরানী মাদরাসার পুরস্কার বিতরণ ও শিক্ষা সে‌মিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি

হাটহাজারী পৌরসভাস্থ আলীপুর র‌শী‌দিয়া নূরানী তালীমুল কুরআন মাদরাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থী‌দের পুরস্কার বিতরণ ও সাপ্তা‌হিক সে‌মিনার অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

১৭ফেব্রুয়া‌রি সোমবার সকাল ১০টায় মাদরাসা মিলনায়ত‌নে মাদরাসার‌ প্রধান উপ‌দেষ্টা মাওলানা ইউনুস এর সভাপ‌তি‌ত্বে শিক্ষা‌ সে‌মিনার শুরু হয়।

সে‌মিনা‌রে নূরানী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নি‌য়ে অা‌লোচনা ক‌রতে গি‌য়ে বক্তারা ব‌লেন, অাদর্শ সমাজ গঠন কর‌তে চাই‌লে, পা‌রিবা‌রিকভাবে শা‌ন্তি‌তে থাক‌তে চাই‌লে শিশু‌দের ধর্মীয় শিক্ষ‌িত কর‌তে হ‌বে। শিশু‌মনে ঈমা‌নের বীচ বপন কর‌তে হ‌বে। অার এটার অন্যতম মাধ্যম হ‌লো, নূরানী শিক্ষাব্যবস্থা। তাই অামা‌দের উ‌চিত অামা‌দের সন্তান‌কে নূরানী মাদরাসায় দি‌য়ে দী‌নি শিক্ষায় শি‌ক্ষিত করা।

মাদরাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা ইসমাঈল এর যৌথ সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সেমিনা‌রে বক্তব্য রা‌খেন মাদরাসার প্রধান উপদেষ্টা ও শুরা প্রধান মাওলানা ইউনুস, বি‌শিষ্ট ব্যবসায়ী উজাইর হা‌মেদী, আলীপুর রশিদিয়া নুরানী তালীমুল কোরআন মাদরাসার প‌রিচালক, হাফেজ মাওলানা ইদরিস, সহকারী শিক্ষাপ‌রিচালক মাওলানা অাখতার হোসাইন, বাংলাবা‌ড়ি প‌রি‌চালক মাওলানা ইশ‌তিয়াক সি‌দ্দিকী, আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক আবু রাইহান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।

অা‌লোচনা সভা শে‌ষে অ‌তি‌থিদের মাধ্য‌মে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থী‌দের হা‌তে পুরস্কার তু‌লে দেয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ