শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


শেরপুরের বরেণ্য আলেম মুফতি মুসলিম উদ্দীনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরের ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দিকিয়া তেরা বাজার মাদরাসার শায়খুল হাদিস মুফতি মুসলিম উদ্দীন আর নেই।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৫ ফেব্রুয়ারি (বুধবার)  দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শেরপুর কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে তার মেয়ে জামাতা মাওলানা লাবীব আব্দুল্লাহ আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

মুফতি মুসলিম উদ্দীন দীর্ঘ ৩৫বছর শেরপুর তেরা বাজার মাদরাসার শায়খুল হাদিস ও শেরপুর পুরাতন বাস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছিলেন তিনি। এছাড়াও তিনি দীর্ঘদিন নেত্রকোনার জামিয়া মিফতাহুল উলুমের মুহাদ্দিস ও নান্দাইলের বাড়ইগ্রাম মাদরাসায় মুহতামিম ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ