শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


মসজিদের জানালায় বৃদ্ধের ঝুলন্ত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উল্লাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণাধীন ভবন হতে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার মুসল্লিরা ফজরের নামাজ পড়তে এসে বাথরুমের জানালায় তার লাশ দেখতে পান। মৃত ব্যক্তি হলেন- উপজেলা চুড়ইমারী দাদপুর গ্রামের মৃত এসারত আলীর ছেলে শুকুর মাহমুদ (৭৫)।

মৃত শুকুর মাহমুদের ছেলে ব্যবসায়ী রায়হান আলী জানান, তার বাবা বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভোগছিলেন। ঘটনা দিন বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে শহরের মসজিদে কিভাবে এসেছেন তারা তা জানে না।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা নিহত শুকুর মাহমুদের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, শুকুর মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তবে লাশের ময়নাতদন্ত ছাড়া পুলিশ এ ব্যাপারে সুনিশ্চিতভাবে কিছু বলতে পারছে না।

ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ