শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


তিন আলেমের স্মরণে ময়মনসিংহে আলোচনা সভা বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহে আল্লামা আশরাফ আলী রহ. আল্লামা তাফাযযুল হক হবিগঞ্জী রহ. এবং আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ রহ. এই তিন বর্ষীয়ান মনীষীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

আগামি ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ময়মনসিংহের বড় মসজিদে জোহরের পর এ আয়োজন শুরু হবে।

আলোচনা এবং দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সহ-সভাপতি মাওলানা মাহ্ফুজুল হক,আল্লমা আশরাফ আলী রহ.এর জামাতা মাওলানা আতাউল্লাহ্ আমিন, আল্লমা তাফাযযুল হক হবিগঞ্জী রহ.এর ছেলে মাওলানা তাফহীম, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ রহ.এর ছেলে মাওলানা আঞ্জার শাহ্ তানিম ও মরহুমের ভাই মাওলানা সাব্বির আহমদ রশীদ এবং জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের শাইখুল হাদীস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী প্রমুখ।

এছাড়াও উপস্থিত থাকবেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় জেলা এবং থানার নেতৃবৃন্দগণ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ