শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইলিয়াছ (৪০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত ইলিয়াস ডাকাত দলের সদস্য। তিনি টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা। এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ানশুটার গান ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, রাতে র‌্যাবের একটি দল টেকনাফ উপজেলার নয়াপাড়াস্থ জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে সাড়াশি অভিযান চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের গুলিবিনিময় হয়। এতে অন্তত ১২ জন আহত হয়।

গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পাহাড়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইলিয়াছকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

মির্জা শাহেদ মাহতাব জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। ইলিয়াছেল মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ