রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


মসজিদে আকসার সব দরজা বন্ধ, একাধিক মুসল্লি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের প্রথম কেবলা খ্যাত ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল আকসায় মুসল্লিদের ওপর কঠোরতা জারি করেছে ইসরায়েলি পুলিশ। গতকাল বুধবার একজন প্রহরীসহ মসজিদ প্রাঙ্গণ থেকে দুইজন যুবককে গ্রেফতার করেছে তারা। খবর আনাদুলু এজেন্সির।

জেরুসালেম ইসলামি আওক্বফের একজন কর্মকর্তার সূত্রে আল জাজিরা আরবি এক প্রতিবেদনে জানায়, আটককৃত ওই দুই মুসল্লির ওপর মসজিদে চাকু বহন করার অভিযোগ এনে দখলদার পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তবে বাবে রহমত থেকে আটক হওয়া হামজা নামির নামের প্রহরীকে কেন আটক করা হয়েছে, তা জানা যায়নি।

সূত্র জানায়, সন্ত্রাসবাদী ইসরায়েলি পুলিশ গতকাল হঠাৎই মুসল্লিদের ওপর কঠোরতা আরোপ করে। দুইজন মুসল্লি ও প্রহরীকে গ্রেফতারের পরে সাময়িক সময়ের জন্য আল আকসার সমস্ত দরজা বন্ধ করে দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেরুসালেমের পুরাতন শহরেরও সবগুলো দরজা দখলদার পুলিশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। এসময় সেখানে প্রবেশ ও সেখান থেকে প্রস্থানে নিষেধাজ্ঞা দেয় তারা। পরে অবশ্য নিষেধাজ্ঞা আবার উঠিয়ে নেয়া হয়।

এদিকে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগে জেরুসালেমের বাবুল আ'মুদের আশপাশ থেকে একাধিক যুবককে গ্রেফতার করেছে ইসরায়েলি সৈন্যরা। স্থানীয় কয়েকটি অনলাইন পত্রিকায় আটককৃত যুবকদের হামলা করার ভিডিও প্রকাশের পরই দখলদার বাহিনী তাদের গ্রেফতার করেছে বলে ইহুদিবাদী এক কর্মকর্তা জানান।

গত মঙ্গলবার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথাকথিত 'শতাব্দীর সেরা চুক্তি' ঘোষণার পর থেকে গোটা ফিলিস্তিন জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ফিলিস্তিন বিরোধী ট্রাম্পের ওই চুক্তি খোদ ফিলিস্তিনসহ তুরস্ক ইরান সৌদি আরবসহ অনেক দেশ প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসও এই চুক্তিকে স্বার্থপরতা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।

আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ