আওয়ার ইসলাম: তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত হাজার খানেক মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলাজিগ প্রদেশ।
গতকাল শনিবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাজিগ প্রদেশের অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। তাছাড়া পার্শ্ববর্তী মলতয়া প্রদেশে চারজন প্রাণ হারিয়েছেন। পরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আরও সাতজন মারা যাওয়ার খবর নিশ্চিত করে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা জানিয়েছেন, ধ্বসে পড়া ভবনগুলো থেকে অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত এগারোশ’ তিন জন। উদ্ধার কাজ এখনও চলছে। অন্তত ২৮টি দল উদ্ধার কাজ পরিচালনা করছে। উদ্ধারকাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফলে অন্তত ৩০টি ভবন ধ্বসে পড়ে। এতে চাপা পড়ে অনেকে মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা রাস্তায় বের হয়ে আসেন।
তুরস্ক প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে শক্তিশালী ভূমিকম্পে ১৭ হাজার মানুষ মারা যায়।
-এএ