আওয়ার ইসলাম: বাংলাদেশের হজ ব্যবস্থা নিয়ে ভূয়সী প্রশংসা করলেন পাক জামায়াতে ইসলামীর প্রধান মাওলানা সিরাজুল হক।
তিনি বলেন, পাকিস্তান সরকার হজের ভাড়া ১৫ হাজার টাকা বৃদ্ধি করেছে। পাকিস্তান থেকে যারা হজ আদায় করবেন, তাদের খরচ ভারত ও বাংলাদেশের খরচের চেয়েও বেশি।
বৃহস্পতিবার লাহোরে অনুষ্ঠিত এক ওলামা সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে দেশটির শীর্স্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিরাজুল হক ইমরান খান সরকারের সমালোচনা করে বলেন, পিটিআই সরকার পোলিওতে আক্রান্ত।
তিনি আরও বলেন, দেশে বরকত শেষ হয়ে গেছে। বর্তমানে মাফিয়াদের রাজত্ব চলছে।
ডেইলি জং অবলম্বনে রকিব মুহাম্মদ
আরএম/