আওয়ার ইসলাম: লাখনৌর ক্লকহাউস এলাকায় ‘সিএএ’ ও ‘এনআরসি’ বিরোধী চলমান বিক্ষোভে অংশগ্রহণ করেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সহ-সভাপতি মাওলানা ড. কালিব সাদেক।
এসময় তিনি বলেন, এই দেশে ঘৃণা ও জুলুমের পরিবেশ তৈরি করা হয়েছে। আমাদের কাউকে ভয় পাবার প্রয়োজন নেই। আমি এখানকার সাহসী নারীদের সাধুবাদ জানাতে চাই।
তিনি আরও বলেন, রাতে এখানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন করে দেওয়া হয়। এটা জুলুমেরই প্রমাণ বহন করে। অথচ নিরাপত্তা আমাদের অধিকার। জুলুম অত্যাচারের রাজত্ব বেশিদিন টিকেনা। কারণ এটা গণতন্ত্র,স্বৈরতন্ত্র নয়।
দেওবন্দ মিডিয়া অবলম্বনে নুরুদ্দিন তাসলিম
আরএম/