মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

কাপাসিয়া দারুল উলুমে ৪২ বছরপূর্তি সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জাকারিয়া হারুন: কাপাসিয়া দারুল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্রদের নিয়ে ঐতিহ্যের ৪২ বছর পূর্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামী ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ১০ টা থেকে সম্মেলন শুরু হবে। শুধু নিবন্ধনকৃত ছাত্রদের জন্য ১ম অধিবেশন। আর ২য় অধিবেশন বাদ জোহর ও তৃতীয় অধিবেশন বাদ মাগরিব সকলের জন্য উন্মুক্ত।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন আলহাজ্ব কারী আব্দুল গাফ্ফার। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুস সলাম। তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন মুফতি জাহাঙ্গীর হুসাইন কাসেমী।

প্রথম অধিবেশন স্মৃতিচারণমূলক। শুধু নিবন্ধনকৃত প্রাক্তন ছাত্রদের জন্য এ অধিবেশন। দ্বিতীয় অধিবেশন সকলের জন্য উন্মুক্ত দুপুর ২ টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত। আলোচক করবেন আল্লামা জুনায়েদ আল হাবিব।

তৃতীয় অধিবেশনও সকলের জন্য উন্মুক্ত বাদ মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন জাগ্রত কবি মুহিব খান ও কলরবের শিল্পীবৃন্দ।

ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানর হাজার হাজার ছাত্র দেশ ও বর্হিবিশ্বে ইসলাম ও মুসলিম উম্মাহ নিয়ে কাজ করে যাচ্ছে।

উল্লেখযোগ্য কয়েকজন ছাত্রের নাম দেয়া হলো- মাওলানা হারুনূর রশিদ (সিনিয়র মুহাদ্দিস, কাপাসিয়া দারুল উলূম মাদরাস), মুফতি জাহাঙ্গীর হুসাইন কাসেমী (সিনিয়র মুহাদ্দিস, জামিয়া নূরিয়া টঙ্গী), মুফতি রফি উদ্দীন (শিক্ষা সচিব, বাইতুল উলুম ঢালকানগর, ঢাকা), মাওলানা নাজমুল হাসান মাসুম (২০০৬ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম মনোনীত হন) মাওলানা শহীদুল্লাহ (সিনিয়র শিক্ষক, জামিয়া ইসলামিয়া আম্বারশাহ, ঢাকা)।

মাওলানা রফি উদ্দীন (উপাধ্যক্ষ, লতিফপুর আলিম মাদরাসা), মাওলানা রেজাউল করীম (মুহতামীম, মাদরাসা নূরুল কুরআন), মাওলানা আহমদ আলী (মহাসচিব, তানযীমুল মাদারিসিল কওমীয়্যাহ) মুফতি আজমল হুসাইন খান (সভাপতি, কাপাসিয়া কওমী পরিষদ), মুফতি আফসার উদ্দীন, মুফতি ইমদাদুল্লাহ (মুহাদ্দিস, বাবুস সালাম মাদরাসা, এয়ারপোর্ট), শায়েখ মাসুদ সালাম মাদানী (এমফিল, মদীনা ইসলামী বিশ্ব বিদ্যালয়) প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ