রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


পুতিনের সংবিধান সংশোধনের ঘোষণা, পদত্যাগ করলো সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ ও তার সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংবিধানের আমূল পরিবর্তনের প্রস্তাব দেয়ার পর এমন ঘোষণা দিলেন মেদভেদ। খবর রয়টার্স ও বিবিসি’র

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিন রাষ্ট্রীয় ক্ষমতা প্রেসিডেন্টের হাত থেকে সংসদ ও প্রধানমন্ত্রীর উপর নেস্থ করার প্রস্তাব করতে সংবিধান সংশোধনের প্রস্তাব করেন এবং এ বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেন।

সংবিধান সংশোধনের ব্যাপারে তিনি বলেন, এর ফলে সংসদ ও রাজনৈতিক দলের ভূমিকা এবং তাৎপর্য বাড়বে। তাছাড়া এটি প্রধানমন্ত্রীর স্বাধীনতা এবং দায়িত্ব বাড়াতে ভূমিকা রাখবে। সংবিধানের এমন গুরুত্বপূর্ণ পরিবর্তনে রাশিয়ার জনগণ প্রস্তুত বলেও উল্লেখ করেন পুতিন।

পুতিনের সংবিধান পরিবর্তনের ঘোষণার কয়েক ঘণ্টা পরই বর্তমান প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ পদত্যাগের ঘোষণা দিলেন। তিনি বলেন, পুতিনের সংবিধান সংশোধনের প্রস্তাবকে সহায়তা করার জন্যই তিনি ও তার সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্টের প্রস্তাবের ফলে রাশিয়ার ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে মেদভেন পুতিনের দেয়া প্রস্তাব অনুযায়ী রাশিয়ার জাতীয় সুরক্ষা কাউন্সিলের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, রাশিয়ার সংবিধান অনুযায়ী টানা দুই বারের বেশি প্রেসিডেন্ট থাকা যায় না। পুতিন বর্তমানে দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, যা শেষ হবে ২০২৪ সালে। এমন সময়ে পুতিনের সংবিধান সংশোধনের প্রস্তাব ও মেদভেদের পদত্যাগের ঘোষণাকে সমালোচকরা দেখছেন পুতিনের রাষ্ট্রীয় ক্ষমতায় নিজেকে আরও কিছুদিন টিকিয়ে রাখার কৌশল হিসেবে।

পুতিন ১৯৯৯ সাল থেকে কখনও রাষ্ট্রপতি আবার কখনও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ক্ষমতার ভাগাভাগিতে পুতিনের সহযোগী হিসেবে কাজ করছেন মেদভেদ। ২০০৮-১২ সাল পর্যন্ত মেদভেদ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় প্রধানমন্ত্রী ছিলেন পুতিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ