রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


স্পেনে রাসায়নিক প্লান্টে বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্পেনের একটি রাসায়নিক প্লান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে আরও আটজন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দক্ষিণ তারাগোনা এলাকায় ওই বিস্ফোরণের ঘটনার পর থেকে এখনও একজন নিখোঁজ রয়েছে।

প্রথমদিকে কর্তৃপক্ষ লোকজনের নিজেদের বাড়ি-ঘরেই অবস্থানের আহ্বান জানায়। পরে অবশ্য বলা হয় যে, বিষাক্ত কোনো পদার্থ ছড়িয়ে পড়েনি।

রাসায়নিক বিস্ফোরণের কারণে কাছাকাছি একটি ভবন ধসে পড়ে। সেখান থেকেই নিহত একজনকে উদ্ধার করা হয়েছে। কমপক্ষে দু'জন মারাত্মক দগ্ধ হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ