বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে: পীর সাহেব চরমোনাই ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার পদত্যাগের পর আসিফ-মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায় কেরামের বিকল্প নেই: শায়খে চরমোনাই গোপালগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা তফসিল: বিটিভি ও বেতারে রেকর্ড হলো সিইসির ভাষণ

বইমেলায় আসছে আদিল মাহমুদের কাব্যগ্রন্থ 'লাওয়ারিশ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ চৈতন্য প্রকাশনী থেকে আসছে তরুণ কবি ও সাংবাদিক আদিল মাহমুদের কাব্যগ্রন্থ ‘লাওয়ারিশ’। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। গায়ের দাম রাখা হয়েছে ১৮০ টাকা।

নতুন বই সম্পর্কে আদিল মাহমুদ বলেন, ‘আমাদের জীবনজুড়ে গল্প, চারপাশে গল্প, আমাদের কল্পনাগুলোতেও গল্প। একইভাবে বলা যায়, আমাদের জীবনজুড়ে কবিতা, চারপাশে কবিতা, কল্পনাগুলোও কবিতাশ্রিত। এজন্য সমাজচিত্র দেখে আমার মন কখন কি অবস্থায় ছিল তারই বৃত্তান্ত লেখা এর ভেতর। তবে সব নয়, কিছু, বাকিগুলো আমার কাছেই থাক।'

বইটি সম্পর্কে ছাড়াকার ও কথাসাহিত্যিক মাসউদুল কাদির জানান, 'আদিল মাহমুদ। আদতে মাদরাসায় পড়ুয়া হলেও আধুনিক ভাষা সাহিত্য পড়ে নিজেকে রাঙিয়েছেন। আদিল মূলত আঙুলের হৈচৈ দিয়ে নিজেকে জানান দিয়েছেন। তিনি দক্ষ হাতে গেঁথে যান শব্দজাত কবিতা; যেখানে খেলা করে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তি, দ্রোহ ও প্রেম। কবিতায় তার আছে নিজস্ব দখল, রয়েছে কারিগরি। শব্দকে ভেতর থেকে ফুটিয়ে তোলার এক বিদ্যা জানেন আদিল, ফলে তার কবিতায় তৈরি হয় আলাদা এক ঘোর। আলাদা এক জগত। আশা করি ২০২০ সালের বইমেলায় এ দীপ্ত আয়োজনের কাব্যগ্রন্থটি পাঠকমহলে সাড়া জাগাবে।’

বইয়ের ফ্ল্যাপে কবি ফয়জুল্লাহ আমান লিখেছেন, 'এই অস্থির সময়ে যে কজন তরুণের কাব্যে অনুপ্রাণিত হওয়া যায় আদিল মাহমুদ তাদের মাঝে অন্যতম। আমরা যে সময়টিতে বাস করছি তার গতি প্রকৃতি নির্ধারণে আরও অপেক্ষা করতে হবে। কিন্তু সময়ের স্রোত ঠিক করার ক্ষমতা এখনও কবিদের রয়েছে। তারা পারেন শুভ্রতায় ভরে দিতে ক্লেদাক্ত পৃথিবীর প্রান্তরগুলো। আমার সামনেই একজন কবির বেড়ে ওঠা। কবির শৈশব থেকে তারুণ্য পুরো সময়টা আমি দেখেছি। সেই অবুঝ বয়স থেকেই তার চোখে শুভতার ছাপ ছিল। মনটা ছিল খুবই সুন্দর। মায়াবী চোখে ছিল অজানাকে জানার বিপুল আগ্রহ। তার বিস্ময়ভরা চোখের চাহনি আজকের লাওয়ারিশ কাব্যগ্রন্থে দেখতে পাচ্ছি। প্রিয় আদিল আমাদের বাংলা কাব্য সাহিত্যে একদিন আরও বড় বিস্ময় নিয়ে হাজির হবে। তার প্রতি আমাদের সবার ভালোবাসা ও আশির্বাদ আছে।'

মাদরাসা পড়ুয়া আদিল মাহমুদের জন্ম সিলেটে। চৈতন্য প্রকাশনী থেকে একই সঙ্গে বের হচ্ছে তার অনুবাদ কাব্যগ্রন্থ ‘ফিলিস্তিনি ক্ষতের দিনপঞ্জি’। গ্রন্থটি মূলত ফিলিস্তিনের জাতীয় কবি ও আরব বিশ্বের কণ্ঠস্বর মাহমুদ দারবিশের বিখ্যাত ও জনপ্রিয় কবিতাগুলোর কাব্যানুবাদ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ