রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

বইমেলায় আসছে আদিল মাহমুদের কাব্যগ্রন্থ 'লাওয়ারিশ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ চৈতন্য প্রকাশনী থেকে আসছে তরুণ কবি ও সাংবাদিক আদিল মাহমুদের কাব্যগ্রন্থ ‘লাওয়ারিশ’। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। গায়ের দাম রাখা হয়েছে ১৮০ টাকা।

নতুন বই সম্পর্কে আদিল মাহমুদ বলেন, ‘আমাদের জীবনজুড়ে গল্প, চারপাশে গল্প, আমাদের কল্পনাগুলোতেও গল্প। একইভাবে বলা যায়, আমাদের জীবনজুড়ে কবিতা, চারপাশে কবিতা, কল্পনাগুলোও কবিতাশ্রিত। এজন্য সমাজচিত্র দেখে আমার মন কখন কি অবস্থায় ছিল তারই বৃত্তান্ত লেখা এর ভেতর। তবে সব নয়, কিছু, বাকিগুলো আমার কাছেই থাক।'

বইটি সম্পর্কে ছাড়াকার ও কথাসাহিত্যিক মাসউদুল কাদির জানান, 'আদিল মাহমুদ। আদতে মাদরাসায় পড়ুয়া হলেও আধুনিক ভাষা সাহিত্য পড়ে নিজেকে রাঙিয়েছেন। আদিল মূলত আঙুলের হৈচৈ দিয়ে নিজেকে জানান দিয়েছেন। তিনি দক্ষ হাতে গেঁথে যান শব্দজাত কবিতা; যেখানে খেলা করে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তি, দ্রোহ ও প্রেম। কবিতায় তার আছে নিজস্ব দখল, রয়েছে কারিগরি। শব্দকে ভেতর থেকে ফুটিয়ে তোলার এক বিদ্যা জানেন আদিল, ফলে তার কবিতায় তৈরি হয় আলাদা এক ঘোর। আলাদা এক জগত। আশা করি ২০২০ সালের বইমেলায় এ দীপ্ত আয়োজনের কাব্যগ্রন্থটি পাঠকমহলে সাড়া জাগাবে।’

বইয়ের ফ্ল্যাপে কবি ফয়জুল্লাহ আমান লিখেছেন, 'এই অস্থির সময়ে যে কজন তরুণের কাব্যে অনুপ্রাণিত হওয়া যায় আদিল মাহমুদ তাদের মাঝে অন্যতম। আমরা যে সময়টিতে বাস করছি তার গতি প্রকৃতি নির্ধারণে আরও অপেক্ষা করতে হবে। কিন্তু সময়ের স্রোত ঠিক করার ক্ষমতা এখনও কবিদের রয়েছে। তারা পারেন শুভ্রতায় ভরে দিতে ক্লেদাক্ত পৃথিবীর প্রান্তরগুলো। আমার সামনেই একজন কবির বেড়ে ওঠা। কবির শৈশব থেকে তারুণ্য পুরো সময়টা আমি দেখেছি। সেই অবুঝ বয়স থেকেই তার চোখে শুভতার ছাপ ছিল। মনটা ছিল খুবই সুন্দর। মায়াবী চোখে ছিল অজানাকে জানার বিপুল আগ্রহ। তার বিস্ময়ভরা চোখের চাহনি আজকের লাওয়ারিশ কাব্যগ্রন্থে দেখতে পাচ্ছি। প্রিয় আদিল আমাদের বাংলা কাব্য সাহিত্যে একদিন আরও বড় বিস্ময় নিয়ে হাজির হবে। তার প্রতি আমাদের সবার ভালোবাসা ও আশির্বাদ আছে।'

মাদরাসা পড়ুয়া আদিল মাহমুদের জন্ম সিলেটে। চৈতন্য প্রকাশনী থেকে একই সঙ্গে বের হচ্ছে তার অনুবাদ কাব্যগ্রন্থ ‘ফিলিস্তিনি ক্ষতের দিনপঞ্জি’। গ্রন্থটি মূলত ফিলিস্তিনের জাতীয় কবি ও আরব বিশ্বের কণ্ঠস্বর মাহমুদ দারবিশের বিখ্যাত ও জনপ্রিয় কবিতাগুলোর কাব্যানুবাদ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ