আল আমিন (বাপ্পি)
ইজতেমা ময়দান থেকে
আলমি শুরার তাবলিগের সাথীদের ব্যবস্থাপনায় ২০২১ সালের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার ময়দানে বিশ্ব তাবলিগের শীর্ষ মুরব্বিদের মাশওয়ারায় (বিশেষ পরামর্শ সভা) এ সিদ্ধান্ত হয়।
আওয়ার ইসলামকে তাবলিগের একাধিক দায়িত্বশীল নতুন তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাশওয়ারার সিদ্ধান্তমতে, ২০২১ সালে আলমি শুরাপন্থিদের ব্যবস্থাপনায় ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হয়ে ১০ জানুয়ারি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে ১৭ জানুয়ারি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
মাশওয়ারায় আলমি শুরার সদস্য ছাড়া কাকরাইল ও রায়বেন্ডের মুরব্বিদের পাশাপাশি শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন দেশের মারকাজের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
আরএম/