আওয়ার ইসলাম: তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হওয়ায় গ্রেফতার ইরানে নিযুক্ত ব্রিটিশ দূত রব ম্যাককেয়ার।
জানা যায়, তাকে গ্রেফতারে আপত্তি জানিয়েছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান তাদের দূতকে গ্রেফতার করে আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তারা।
এদিকে ইরানের দাবি রব সরকার বিরোধী একাধিক আন্দোলনে সামিল হয়েছিলেন এবং আন্দোলনের প্ররোচনা দিচ্ছিলেন সেকারণেই তাকে গ্রেফতার করা হয়। যদিও ইরান দাবি করেছেন তাকে এক ঘণ্টা আটকে রাখার পর যেতে দেওয়া হয়। আপাতত তিনি ব্রিটিশ দূতাবাসেই রয়েছেন বলে জানানো হয়েছে।
আমেরিকার সঙ্গে ইরানের বিবাদ তুঙ্গে ওঠার পর থেকেই পশ্চিমের দেশগুলির দূতাবাসের উপর হামলা বাড়ছে। ইতিমধ্যেই পশ্চিমের একাধিক দেশ ইরান থেকে তাঁদের দূত প্রত্যাহার করে নিয়েছে। ব্রিটেনের দূতের সঙ্গে এই আচরণে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ইরানকে।
-এটি