আওয়ার ইসলাম : ভারতের দিল্লীতে অবস্থিত জামিয়া মিল্লিয়া ইসলামিয়া স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়ার জন্য এবং স্বাধীনতার কন্ঠস্বর উঁচু করার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন দেশটির মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সাবেক মুখপাত্র ও বিশিষ্ট আলেম মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি ।
গতকাল বৃহস্পতিবার দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। খবর তাসির ডটকমের।
বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে জামিয়া মিল্লিয়ার শিক্ষার্থীদের আন্দোলনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া শুধুমাত্র ডিগ্রী দেয়ার জন্য কিংবা শিক্ষার্থীদের চাকরির উপযুক্ত করে তোলার জন্য প্রতিষ্ঠিত হয়নি; বরং দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নিতে এবং স্বাধীনতার কন্ঠস্বর উঁচু করার মহান উদ্দেশ্যেই এটি প্রতিষ্ঠিত হয়েছিল ।
মাওলানা সাজ্জাদ নোমানি শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন পর হলেও নাগরিকত্ব বিলের প্রতিবাদ করে জামিয়া মিল্লিয়ার শিক্ষার্থীরা শুধু ভারতই নয়; গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে, জামিয়ার শিক্ষার্থীরা ফ্যাসিবাদীদের ভয় পায়না, তাদের জামিয়া তো দেশের স্বাধীনতা অটুট রাখার জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে।
মোদির নেতৃত্বে বিজেপি সরকার হত্যাকান্ড ও যুদ্ধাবস্থা তৈরি করে ভারতের ক্ষমতা দখল করার বিভিন্ন কৌশল অবলম্বন করছে বলে দাবি করেন এই মুসলিম নেতা। তবে তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
মাওলানা সাজ্জাদ নোমানি বলেছেন, বিজেপি সরকারকে হটাতে ভারতীয় জনগন রাস্তায় নেমেছে এবং তারা এ আন্দোলনে সফল হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
তাসির ডটকম অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/