আওয়াার ইসলাম: ওয়াজের মজলিসে কালিমা পাঠরত অবস্থায় একজন ফিলিস্তিনি দাঈ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
বৃহস্পতিবার রাতে কুয়েতে একটি বিয়ের মজলিসে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে ওয়াজ করার সময় আব্দুল লতিফ আবু খিতাব (৮৩) নামের বিশিষ্ট এই আলেমের ইন্তেকাল হয়।
ইন্তেকালের সময় তিনি বিয়ের ফজিলত ও স্বামী-স্ত্রী পরস্পরের ওপর অধিকার নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে কালিমা পাঠরত অবস্থায় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরতরে পরপারে পাড়ি জমান।
ফিলিস্তিনি বংশোদ্ভূত হলেও বিগত ৫০ বছর যাবত বিশিষ্ট আলেম আব্দুল লতিফ আবু খিতাব মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বসবাস করতেন। কুয়েতে স্থায়ী হওয়ার পর তিন বছরের মাথায় ‘উসমান যাকাত ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। কুয়েতী জনগণের কাছে তিনি খুব সমাদৃত ইসলামি স্কলার হিসেবে পরিচিত ছিলেন।
https://twitter.com/i/status/1215359669566431235
আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন