রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


'তুরস্ককে বিশ্ব পরাশক্তির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ককে বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ হিসেবে গড়ে তুলতে ‘তুর্কিস টরেন্ট’ নামের একটি পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির এরদোগান সরকার। প্রকল্পের প্রধানতম লক্ষ্য তুরস্ককে বিশ্ব পরাশক্তির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা বলে ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ।

বুধবার (৮ জানুয়ারি) ‘তুর্কিস টরেন্ট’ প্রকল্পের আওতায় রাশিয়া থেকে তুরস্কে গ্যাস আমদানির উদ্বোধনের পরে এক টুইটে মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা এরদোগান এই ঘোষণা দেন। এসময় তিনি ‘তুর্কিস টরেন্ট’কে নতুন যুগের অন্যতম প্রতীক আখ্যা দিয়েছেন।

এ প্রসঙ্গে এরদোগান আরও বলেন, আমাদের এই প্রকল্প বাস্তবায়নে যথেষ্ঠ শ্রম ব্যায় করতে হয়েছে ।আমরা আশা করি এর মাধ্যমে মস্কোর সঙ্গে আঙ্কারার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত ও শক্তিশালী হবে । তাছাড়া, ‘তুর্কিস টরেন্ট’ তুরস্কের সীমান্তকে অধিকতর সুসংহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘তুর্কিস টরেন্ট’ এর উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সার্বিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার বাজিক এবং বুলগেরিয়ান প্রধানমন্ত্রী বেকো বোরিসোভে।

আনাদুলু আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ