রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে এ পর্যন্ত অন্তত দু’শো ঘরবাড়ি পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া, দাবানলে দগ্ধ হয়ে কমপক্ষে সাতজন নাগরিকের মুত্যুর কথা জানিয়েছে বিবিসি।

এ প্রতিকূল পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া এসব ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি বাদশাহ খাদেমুল হারামাইনিশ শারিফাইন সালমান ইবনে আব্দুল আজিজ।

আজ বৃহস্পতিবার সৌদি নিউজ এজেন্সি জানায় , মানবিক সাহায্যে এগিয়ে আসতে বাদশাহ সালমান ইবনে আব্দুল আজিজ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং তার দেশে সৃষ্ট দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ।

সৌদি বাদশাহ স্কট মরিসনকে আশ্বাস দিয়ে বলেন ,অস্ট্রেলিয়ার এই দুর্বিষহ পরিস্থিতি কাটিয়ে উঠতে সম্ভাব্য সবরকমের সহায়তা করবে সৌদি আরব ।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভয়াবহ দাবানল । এখন পর্যন্ত আগুনের তীব্রতা কমার কোন লক্ষণ দেখা যাচ্ছেনা। আগ্নেয়গিরীর উত্তাপে স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপসহ বিভিন্ন প্রজাতির অন্তত ৫০ কোটি প্রাণী মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷

সৌদি নিউজ এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ