আওয়ার ইসলাম: আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমা। এরই মধ্যে দেশি-বিদেশি মেহমানরা উপস্থিত হয়েছেন। ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে ইজতেমার ময়দান কানায় কানায় পূর্ণ। ময়দানে জায়গা না পেয়ে অনেকে রাস্তায় অবস্থান করছেন।
পাকিস্তানের রায়বেন্ড মারকাজের প্রবীন মুরব্বি শাইখুল হাদীস মাওলানা জাকারিয়া সাহেবের রহ. খলিফা মাওলানা তারেক জামিল ওস্তাদ মাওলানা ইহসান অসুস্থতা সত্ত্বেও বিশ্ব ইজতেমায় উপস্থিত হয়েছেন।
এছাড়াও বিশ্ব ইজতেমায় যোগ দিতে কয়েক হাজার বিদেশি মুসল্লি বাংলাদেশে এসেছেন। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা ও বাসযোগে ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করতে ঢাকার কাকরাইল মসজিদ থেকে একটি প্রতিনিধি দল কাজ করছেন।
যেসব দেশ থেকে বিদেশি মুসল্লিরা আসছেন সেসব দেশের তালিকায় রয়েছে- ইন্দোনেশিয়া, মালেশিয়া, আফ্রিকা, তুর্কমেনিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভারত, সৌদি আরব ও কম্বোডিয়া।
এবারের ইজতেমায় মাওলানা জুহাইরুল হাসান, মাওলানা খোবাইবুল হাসান, মাওলানা ইসমাইল গোধরা, ডক্টর সানাউল্লাহ খান, মাওলানা আকবর শরীফ, মাওলানা ইউনুস মুম্বাই প্রমুখ শীর্ষস্থানীয় মুরুব্বিরা অংশ নেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছর ইজতেমাকে ঘিরে বিদ্যমান দুটি গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিলে দুই পর্বে ইজতেমা আয়োজন হয়। এবার আলমী শূরার সাথীদের ইজতেমা ১০, ১১ ও ১২ জানুয়ারি এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি মাওলানা সা’দ কান্দলভীর অনুসারীরা ইজতেমা পরিচালনা করবেন।
-এটি