আওয়ার ইসলাম: ইরাকের দুই মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় রণহুঙ্কার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার খবরে বুধবার (৮ জানুয়ারি) এক টুইটবার্তায় সংক্ষেপে প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প।
ওই বার্তায় শত্রুপক্ষ ইরানের আক্রমণের জবাব দেওয়া হবে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন- তথাস্তু। ইরাকে (আমাদের) দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বর্তমানে হতাহত ও ক্ষয়ক্ষতির হিসাব কষা হচ্ছে।
এরপরপরই রণহুঙ্কার দিয়ে ট্রাম্প বলেন, ‘দুনিয়ার যে কোন প্রান্তে আমাদের সবচেয়ে শক্তিশালী আর সুসজ্জিত বাহিনী আছে। আমি (এ ব্যাপারে) আগামীকাল (৯ জানুয়ারি) সকালে বিবৃতি দেবো।’
আরএম/