আওয়ার ইসলাম: ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আল-আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী এলিট রেভুল্যুশনারি গার্ড। মঙ্গলবার রাতে ইরাকের সামরিক বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়। হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র যদি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয় তবে মার্কিন ভূখণ্ডে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান। বুধবার ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ঘণ্টার ব্যাবধানে দু’বার হামলা চালিয়েছে তেহরান।
বুধবার সকালের দিকে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের পর থেকে কঠোর প্রতিশোধের হুমকির মাঝে এই হামলা চালালো তেহরান।
এদিকে ইরাকের ওই মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের হামলার জন্য প্রস্তুত ছিল মার্কিন সেনারা। ফলে ক্ষেপণাস্ত্র হামলার পরও কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি।
আরএম/