রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


সোলাইমানি হত্যা নিয়ে যা বললেন মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল নিহতের ঘটনাকে বেআইনি আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বিষয়টিকে সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের শামিল বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী মাহাথির বলেছেন, বর্তমানে কেউ আর নিরাপদে নেই। এখনই বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করার সঠিক সময়।

সোলাইমানি ইস্যুতে বিশ্বব্যাপী উত্তেজনা বাড়ার আশঙ্কা করে তিনি বলেন, সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সঙ্গে সোলাইমানি হত্যার বিষয়টির অনেক মিল রয়েছে। কেননা তাকেও বিদেশের মাটিতে হত্যা করা হয়। নিজেদের স্বার্থে অন্য রাষ্ট্রের কোনো নেতাকে হত্যার মতো কাজ এটা।

তিনি আরও বলেন, বিশ্ব দরবারে সত্য প্রকাশের অধিকার সবার আছে। কে ক্ষমতাধর আর কে দুর্বল তা নিয়ে আমরা ভীত নই। কোনো কিছু সঠিক না হলে আমি তা সরাসরি বলতে চাই।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। যুক্তরাষ্ট্রের সেই অভিযানে ইরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ