রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


কারাগার থেকেই সৌদি সরকারের বিরুদ্ধে আল আওদাহর নিরব প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাগারে বন্দী থেকেই সৌদি সরকারের বিরুদ্ধে নিরব প্রতিবাদ শুরু করেছেন দেশটির বিশিষ্ট ধর্মীয় স্কলার ও প্রখ্যাত দাঈ শায়খ ডক্টর সালমান আল আওদাহ। নিজেকে নির্দোষ প্রমাণে দরকারি তথ্যাদি সংগ্রহে আদালত কতৃক বাধার সম্মুখীন হয়ে অভিনব এক প্রতিবাদ শুরু করেছেন তিনি।

যতক্ষণ আদালতের পক্ষ থেকে ওই বাধা উঠিয়ে নেয়া না হবে ততক্ষণ পর্যন্ত নিজ পরিবারের সঙ্গে সাক্ষাৎ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রথিতযশা এই আলেম। আর সরকারের বিরুদ্ধে এটাই তার নিরব প্রতিবাদ!

বিস্তারিত খবরে আল জাজিরা আরবির এক প্রতিবেদনে জানানো হয়, সালমান আল আওদাহর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা অসত্য অভিযোগ মিথ্যা প্রমাণ করতে তার পরিবার কিছু তথ্যাদি ও কাগজপত্র তৈরি করেছে, কিন্তু রিয়াদের হায়ের আদালত সালমান আল আওদাহকে ওই তথ্যাদি সংগ্রহের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে।

খবরে বলা হয়, মূলত একারণেই পরিবারের সঙ্গে দেখা না করার ব্যতিক্রমী এই প্রতিবাদ বেছে নিয়েছেন তিনি। যেন তার কোন আপনজন নেই,যাদের থেকে তিনি সহায়তা পেতে পারেন। কারণ, পরিজনের সাহায্য সহযোগিতা নেয়ার ক্ষেত্রে কোন আদালতই এভাবে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়না।

সালমান আল আওদাহর ভবিষ্যৎ এখনো পর্যন্ত অনিশ্চিত, সৌদি আদালত তার ব্যাপারে এ পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ইতিমধ্যে কয়েক দফা তার রায় পেছানো হয়েছে। তাকে নিয়ে রাষ্ট্রের কি ইচ্ছা-বুঝতে পারছেনা কেউ। এমন একজন আন্তর্জাতিক ব্যক্তির সঙ্গে আদালতের ধারাবাহিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণ সবাইকে হতাশ করছে।

আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ