রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ট্রাম্পের মাথা এনে দিতে পারলে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা ইরানের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানি শীর্ষ কমান্ডার জেনারেল কাশেম সোলায়মানিকে হত্যার নির্দেশদাতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের মাথার জন্য ৮০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল রোববার ইরানের মাশহাদ শহরে হাজার হাজার মানুষের এক শোক সমাবেশে দেশটির শীর্ষ নেতারা এ ঘোষণা দেন।

জানা যায়, সোলায়মানির প্রতি শ্রদ্ধা জানাতে আসা জনসমূদ্রের সামনে ইরানি শীর্ষ নেতারা ঘোষণা করেন, ট্রাম্পের মাথা এনে দিতে পারলে তার বিনিময়ে ৮০ মিলিয়ন ডলার দেয়া হবে। এ ঘোষণা দেশটির একাধিক টেলিভিশ চ্যানেলে সম্প্রচার করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ইরানের মাশহাদ শহরে সোলায়মানির জানাজা শেষে শ্রদ্ধা জানানো হয়। সেই অনুষ্ঠানে দেশটির একজন শীর্ষ নেতা ঘোষণা করেন, ইরানের জনসংখ্যা প্রায় ৮০ মিলিয়ন।

প্রত্যেকে এক ডলার করে দিলে ৮০ মিলিয়ন ডলার হবে। যে ব্যক্তি ট্রাম্পের মাথা এনে দিতে পারবে তাকে ৮০ মিলিয়ন ডলার দেয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাশেম সোলায়মানিসহ ৫ জনকে হত্যা করে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হামলা করা হয় বলে নিশ্চিত করে পেন্টাগন।

ওই ঘটনায় ইরানের সবোর্চ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘কঠোর ও কঠিনতম’ প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন। দেশটির অন্যান্য জেনারেল এবং ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপগুলোও একই ধরনের হুঁঁশিয়ারি উচ্চারণ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ