আওয়ার ইসলাম: মধ্য ইউরোপের চেক প্রজাতন্ত্র একটি ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে যেকোনো ধর্মের মানুষ নিজ নিজ ধর্মকর্ম পালনে সম্পূর্ণ স্বাধীন। এরপরও মাঝেমধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেশটিতে বসবাসরত মুসলমানদের জন্য নেতিবাচক সংবাদ প্রচারিত হয়। ধর্মীয় ক্ষেত্রে তাদের কোনঠাসা হওয়ার খবর প্রায়শই শোনা যায়।
সম্প্রতি চেক প্রজাতন্ত্রে ঘটে যাওয়া মুসলমানদের জন্য আরও একটি খারাপ সংবাদ প্রকাশ করেছে প্রভাবশালী আরবি গণমাধ্যম জারিদাতুল উম্মাহ।
শনিবার পত্রিকাটির অনলাইন ভার্সনের এক প্রতিবেদনে জানানো হয়, চেক প্রজাতন্ত্রে ইসলাম ধর্ম প্রচার করলে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত উগ্রপন্থীরা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ব্রনোর একটি মসজিদের দেয়ালে চেক ভাষায় ইসলামের প্রতি বিদ্বেষমূলক কিছু কথা লিখেছে তারা। কেউ ইসলাম প্রচার করলে তাকে হত্যা করা হবে-সেখানে এই হুমকিও দেয়া হয়েছে।
তবে কারা কী কারণে এই দুঃসাহস দেখিয়েছে, এটা বের করতে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। অভিযুক্তদের সনাক্ত করা গেলে অন্তত এক বছরের কারাদণ্ড দেয়া হবে বলে স্থানীয় পুলিশ প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন।
চেক প্রজাতন্ত্রের ইসলামি আওকাফের ডিরেক্টর হাসান রাবি বলেছেন, আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি, এটা ইন্টারনেটের অপরিচিত কোন কল নয়; আমাদেরকে সরাসরি হুমকি দেয়ার শামিল। বিশ্বব্যাপী মসজিদ সমূহে সন্ত্রাসী হামলার অংশ হিসেবে আমরা এটাকে নিয়েছি, এর মাধ্যমে চেকেও ধর্মীয় অস্থিরতা শুরু হয়ে গেল।
জারিদাতুল উম্মাহ অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/