আওয়ার ইসলাম: বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদের জের ধরে ভারতের মুজাফফরনগরের একটি মাদরাসায় প্রবেশ করে শিক্ষার্থীদের মারধর করেছে ভারতীয় পুলিশ।
শনিবার এ অঞ্চলে প্রতিবাদে ক্ষতিগ্রস্তদেরকে দেখতে যান কংগ্রেসের সেক্রেটারি জেনারেল প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় পুলিশের মারধরের ঘটনায় আহত মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গেও দেখা করেন তিনি।
সাক্ষাৎ শেষে মাদরাসার পরিচালক মাওলানা আসাদের সূত্রে সাংবাদিকদেরকে প্রিয়াঙ্কা জানান, নির্মমভাবে শুধু শিক্ষার্থীদের মারধরই করা হয়নি; তাদের কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
এই ঘটনার প্রেক্ষিতে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, যারা আহত হয়েছেন তাদের পাশে থেকে আমরা তাদেরকে সাহায্য করব, আর কারা আটক রয়েছেন এ ব্যাপারে জানতে রাজ্যপালকে চিঠি পাঠিয়েছি, খুব শীঘ্রই আমরা তাদের জন্য কিছু একটা করার চেষ্টা করব।
হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন,তারা পুলিশকে গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহার করছে, পুলিশের কাজ সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদান করা কিন্তু ভারতে এর উল্টো রীতি চালু হয়েছে, গ্রহণযোগ্য কারণ ছাড়াই পুলিশ আজ জনগণকে মারধর করছে।
মিল্লাত টাইমস অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/