রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


জেনারেল সুলাইমানির মৃত্যুতে যা বললেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন বিমান হামলায় ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সুলাইমানির নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান।

রবিবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ইরানি প্রেসিডেন্ট হাসান রূহানীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় সুলাইমানির মৃত্যুতে নিজে দুঃখ পাওয়ার কথা তাকে জানান এবং শোক প্রকাশ করেন।

সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়, হাসান রূহানীর সঙ্গে আলাপকালে জেনারেল সুলাইমানির মৃত্যুকে তুর্কি প্রেসিডেন্ট 'শাহাদাত' আখ্যা দিয়েছেন।

তিনি বলেছেন, শহীদ সুলাইমানির মৃত্যুতে আমি ব্যাথা অনুভব করছি,একইসঙ্গে ইরানের জনগণ, প্রধান ধর্মীয় নেতা এবং প্রেসিডেন্টের ক্ষোভ ও ক্রোধ অনুমান করছি।

তবে পরবর্তীতে ‘সুলাইমানীকে এরদোয়ান শহীদ বলেছেন’ এই কথা অস্বীকার করেছে টিয়ারটি।

সুলাইমানির আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়েও ইরানি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন এরদোগান। ইরাকে অনুষ্ঠিত জেনারেল সুলাইমানির জানাজার দৃশ্য আমি দেখেছি, অসংখ্য জনস্রোত ইরাকেও তার অধিক জনপ্রিয়তার সাক্ষ্য দেয় বলে মন্তব্য করেন তিনি।

https://twitter.com/Iran_in_Turkey/status/1213550893142102016

এরদোগান বলেন, সুলাইমানিকে হত্যা করা যুক্তরাষ্ট্রের জন্য চরম ভুল হয়েছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের নগ্ন হস্তক্ষেপ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি নিয়ে এসেছে। তবে যেকোনো পরিস্থিতিতেই আঙ্কারা তেহরানের পাশে রয়েছে, হাসান রূহানীকে এই আশ্বাসও দিয়েছেন এরদোগান।

আল আরাবিয়া অবলম্বনে বেলায়েত হুসাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ