রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


'কুরআন সব ধর্মের মানুষকেই শান্তির বার্তা দেয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরআন পাঠের সঠিক পথ-নির্দেশ দিতে ভারতের পার্ক সার্কাস ময়দানে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হলো। জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি  ও পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরির উদ্যোগে এ কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক কেরাত সম্মেলনে মক্কা, ইন্দোনেশিয়া, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আলেমরা যোগ দিয়েছেন। এতে বিভিন্ন দেশের আলেমরা বলেন, কুরআন মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন রচনার কথাই বলে।

ইন্দোনেশিয়ার মুসলিম স্কলার মাওলানা ফজলুল জইনুদ্দিন বলেন, ‘ইসলামে সন্ত্রাসবাদ হারাম। শুধু মুসলিমদের নয়, বরং সব ধর্মের মানুষকেই শান্তির বার্তা দেয় কুরআন’।

একই মত ব্যক্ত করেন মক্কা থেকে আগত অধ্যাপক কারী মেকদাদ আসাইয়ের। তিনি বলেন, ‘শান্তির বন্ধনে মানুষকে বাঁধতে চায় কুরআন’।

বাংলাদেশের কারী আবদুল ওয়াদুদ বলেন, 'হিংসার কোনও স্থান নেই ইসলামে’।

সিএএ-এনআরসি প্রসঙ্গে অতিথিদের কী মত, এমন প্রশ্নের জবাবে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, এই সম্মেলন কুরআন সঠিকভাবে পাঠের পথ-নির্দেশ দেয়ার জন্য। এখানে ওই প্রসঙ্গ এখানে না করাই শোভন। আসলে অনেকেই কুরআন পড়েন। কিন্তু তা পাঠের একটি পদ্ধতি রয়েছে। সেটাই আমরা মানুষকে জানাতে চাই। আর এটাই কলকাতায় প্রথম আন্তর্জাতিক কেরাত সম্মেলন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ