আওয়ার ইসলাম: বছরের শুরুতেই আকস্মিক ভারি বর্ষণ, বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ৫৩ জন মারা গেছেন বলে জানা গিয়েছে। এই হিসাব নিখোঁজের সংখ্যা বাদে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে এএফপি।
ভারি বৃষ্টিতে দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় শহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং এর পার্শ্ববর্তী লেবাকসহ আরো বেশ কিছু এলাকা পানিতে ডুবে গেলে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ গৃহহীন হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। পানি না কমায় তারা বাড়িতেও ফিরতে পারছেন না।
শরণার্থীতে ভরে ওঠা আশ্রয়কেন্দ্রগুলো খাবার ও পানীয় জলের পরিমাণ কমে গেছে ইতোমধ্যেই।

এদিকে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবোয়ো জানান, পানিবন্দিদের জন্য সব রকমের সহায়তা অব্যাহত আছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, বন্যাপীড়িত এলাকায় হেপাটাইটিস, মশাবাহিত ডেঙ্গুতে যেন সাধারণ মানুষ আক্রান্ত না হন সে জন্য খাবারের পাশাপাশি ওষুধ ও প্রতিষেধক দেয়ার কাজ করে যাচ্ছেন প্রায় ১১,০০০ স্বাস্থ্যকর্মী ও সৈন্য মোতায়েন করা হয়েছে।
-ওএএফ