আবদুল্লাহ তামিম: পাঞ্জাবের লুধিয়ানায় সর্বস্তরের জনগণ এনআরসি আর সিএএ এর বিরুদ্ধে কালো দিবস পালন করেছে। পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গায় জনগণ এ কালো দিবস পালন করে। কেন্দ্র সরকার ও ইউপি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তারা।

পাঞ্জাব কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ উসমান লুধিয়ানী বলেন, অমৃতসর, জলন্ধর, ফাগওয়ারা, কুর্তলা, মোগা, ফিরোজপুর, বটিন্দা, সমরালা খোমনন, হোভার, নবম সিটি, গড় শঙ্কর, মালপুর আছরওয়াল, জিজু, আমরোহ, গোবিন্দ, গড়োয়ার, গোহগড়, জাগর , মিলনপুর, রুপার, গুরুদাসপুর, ক্লানর, তারানতরণ, পাইল, সংগ্রুর, বার্নালা, পতিয়ালা লেহর গাগা, খানোরি, দিনা নগর, পাঠানকোট, মানাওয়াল, লাবদা, খান্না, মেকেরি, কোট কাপোড়া, করতারপুর, মনসা, মুক্তসার, জণ্ডিলা, নাকোদারসহ বেশ কয়েকটি শহরে সিএএ ও এনআরসি এর বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে।
লধিয়ানার ইমাম মাওলানা হাবিবুর রহমান লুধিয়ানী ও ম্যাজিস্ট্রেট অমরজিৎ সিং বাইনসের নেতৃত্বে হাজার হাজার মানুষ লুধিয়ানা জামে মসজিদের বাইরে কালো দিবস পালন করেন। শের ইসলাম মাওলানা হাবিবুর রহমান সানী স্মারকলিপি প্রদান করার জন্য জেলা প্রশাসন কার্যালয়ে উপস্থিত হোন। তিনি বলেন, আজ আমরা সরকারের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ কালো দিবস কর্মসূচি পালন করছি। পাঞ্জাব জুড়ে মুসলমানদের সাথে সিং ও অন্যান্য ধর্মের ভাইরাও আছে।
তিনি আরো বলেন, পাঞ্জাবের বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষের সমাগমে বুঝা যায় মানুষ কালো আইনের বিপক্ষে কতটা সোচ্চার। আমরা এ কালো আইনের অবসান চাই।
বাসিরাত অনলাইন থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি