রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ইরাকে মার্কিন হামলা, ইরানি শীর্ষ জেনারেল সোলাইমানি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিসহ আরও ছয়জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরা’র।

শুক্রবার ভোরে চালানো এ হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন বলে জানায় ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন।

ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপগুলোর সমন্বিত সংগঠন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) মুখপাত্র আহমেদ আল-আসাদি জেনারেল সোলেইমানির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবিসির খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই হামলা চালানো হয়েছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে।

পেন্টাগন জানিয়েছে, ইরানপন্থি বিক্ষোভকারীরা চলতি সপ্তাহে বাগদাদের মার্কিন দূতাবাস ঘেরাও করার পর তাকে হত্যার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোলাইমানির মৃত্যুর পর মার্কিন পতাকার একটি চিত্র টুইটারে পোস্ট করেন ট্রাম্প। তবে বিস্তারিত কিছু বলেননি।

পিএমএফ সূত্র আল জাজিরাকে জানায়, বিমানবন্দরে পৌঁছানো ‘হাই প্রোফাইল অতিথিদের’ বহনকারী দুটি গাড়ি রকেট হামলায় বিধ্বস্ত হয়। গাড়ি দুটিকে বিশেষ পাহারায় নিয়ে যাচ্ছিল পিএমএফ কর্মকর্তারা।

ইরানি কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা ইরাক এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখা হচ্ছে।

ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ২৫ যোদ্ধা নিহত হওয়া এবং এর জের ধরে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে টানা দুদিনের বিক্ষোভের পর এ হামলার ঘটনা ঘটলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ