আবদুল্লাহ তামিম।।
আরব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস সংস্থার মাধ্যমে বিশ্বের ১২৪টি দেশে ত্রান সহায়তা কার্যক্রমে স্বাক্ষর রাখায় কিং সালমানকে সম্মাননা দেয়া হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি এসপিএ’র বরাতে জানা যায়, বাদশাহ সালমানকে গরীব-দুঃখী, অসহায়দের পাশে দাঁড়ানো ও তাদের সেবা করায় ‘আবু বকর আল-সিদ্দিক’ পদক দেয়া হয়েছে। এটা আরকোর বা মানবতার সেবার জন্য সর্বোচ্চ সম্মাননা। বিশেষত আরব বিশ্বের বাদশাহদের ও রাষ্ট্রপ্রধানদের প্রসংশনীয় কাজের স্বীকৃতি হিসাবে দেওয়া হয়।
আজ বুধবার এআরসিওর সেক্রেটারি-জেনারেল ডা. সালেহ বিন হামাদ আল-তুওয়াইজরির বাদশাহ সালমানের সংবর্ধনার সময় এ পুরষ্কার দেন। মানবিক দুর্দশা কমাতে সৌদি আরবের প্রচেষ্টা এবং মানবিক ক্ষেত্রে সৌদি আরবের অগ্রণী ভূমিকার স্বীকৃতি স্বরূপ এ সম্মাননার দেয়ার কথা জানান।
বাদশাহ সালমানের সংগঠনের মানবিক কাজকে স্বাগত জানিয়ে আরকো প্রতিনিধি দলের প্রত্যেককে ধন্যবাদ দেন তিনি। এর সাফল্য কামনা করে সামনে আরো বেশি সাহায্য সহায়তার আবেদন জানান।
আল-তুওয়াইজারি বিপর্যয় ও সংকটগ্রস্থ, ক্ষতিগ্রস্থদের মানবিক, ত্রাণ এবং উন্নয়ন সহায়তা প্রদান, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে বাদশাহর কূটনৈতিক প্রচেষ্টার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, মানবিক সহায়তার দেশগুলির তালিকায় সৌদি আরব শীর্ষে আছে। এটি অন্যান্য দাতা দেশগুলির তুলনায় জাতীয় আয়ের থেকে বৃহত্তম অংশ সহায়তা হিসেবে বরাদ্দ করেছে। গত ১৫ বছরে সৌদি সহায়তার পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আর এ সহায়তা বিশ্বের ১২৪টি দেশের মধ্যে বিতরণ করা হয়েছে, তিনি তার বক্তৃতায় এ তথ্য জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, প্রতিমন্ত্রী ডা. মুসায়েদ বিন মোহাম্মদ আল-আইবান, স্বাস্থ্যমন্ত্রী ও সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়া উপস্থিত ছিলেন।
আরব নিউজ থেকে আবদুল্লাহ তামিম
-এটি