শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী

আল্লামা আশরাফ আলী রহ.-এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ মারুফ।।

ছাত্রজীবন থেকেই আল্লামা আশরাফ আলী রহ. জড়িয়ে ছিলেন রাজনীতির সঙ্গে। কুমিল্লায় যখন কাসেমুল উলূম মাদরাসায় পড়েন, তখন আল্লামা আতহার আলী রহ. প্রতিষ্ঠিত নেজামে ইসলাম পার্টির কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর কর্মজীবনের শুরুতে কিশোরগঞ্জ জেলায় নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি হিসেবে মনোনীত হন।

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের পর তার পদোন্নতি হয়, তিনি দলটির কেন্দ্রীয় সেক্রেটারি নিযুক্ত হন। তারপর হাফেজ্জী হুজুর রহ. এর সম্মিলিত জোটে যোগদান করেন। পরবর্তীততে তাসাউফের দিকে ঝুঁকে পড়ায় রাজনীতি থেকে কিছুটা দূরে সরে যান। রাজপথ ছেড়ে নির্জনবাস আরম্ব করেন, আড়ালে থাকেন লোকচক্ষুর।

তখন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. একদিন কাসেমুল উলূম মাদরাসায় গিয়ে তাকে কাছে ডাকেন, আহ্বান করেন খেলাফত মজলিসে যোগ দিতে। তিনি রাজি হন। শায়েখের ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন আবার রাজপথে। খেলাফত মজলিসের 'নায়েবে আমির' হিসেবে শায়েখের সঙ্গে কাজ করতে থাকেন।

শায়েখের ইন্তেকালের পর তিনি দলটির অভিভাবক পরিষদের অভিভাবক হন, এবং আমৃত্যু এই পদে সক্রিয় থাকেন।

উল্লেখ্য, আল্লামা আশরাফ আলী রহ. ১৯৭৯ সালের নির্বাচনে নেজামে ইসলাম পার্টির পক্ষে দলের নাম ব্যবহার না করে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

তার জন্ম ১৯৪০ সালের পহেলা মার্চ, কুমিল্লার রামচন্দ্রপুর গ্রামে। বাবার নাম আলহাজ্ব মাওলানা মফিজুদ্দীন সাহেব। রাহমাতুল্লাহি আলাইহি।

(লেখকের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া)

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ