আওয়ার ইসলাম: কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, বিজেপি যেখানেই যায়, ঘৃণা ছড়ায়। আসামে তরুণরা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যান্য রাজ্যেও বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীদের গুলি করে মারার প্রয়োজন হচ্ছে কেন?
শনিবার (২৮ ডিসেম্বর) আসামে ‘সংবিধান বাঁচাও দেশ বাঁচাও’ শীর্ষক বিক্ষোভ মিছিলে যোগ দিতে গিয়ে রাহুল এসব কথা বলেন।
নাগরিকত্ব আইনের সমালোচনা করে তিনি বলেন, বিজেপি জনতার কণ্ঠ শুনছে না। বিজেপি মনে করে, তারা উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি ও ইতিহাসকে ধ্বংস করতে পারবে। বিজেপি উত্তর-পূর্বের মানুষের মন বুঝতে পারে না। আমরা বিজেপি ও আরএসএসকে আসামের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে আক্রমণ করতে দেব না।
‘আসামকে নাগপুর শাসন করতে পারবে না। আসামের প্রশাসন আসামের মানুষই চালাবে’। নাগপুরে আসামের সদর দফতর অবস্থিত। ‘নাগপুর’ বলতে রাহুল আরএসএসকে বুঝিয়েছেন।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী বিলে সই করেন। তার পর আসামসহ নানা রাজ্যে বিক্ষোভ শুরু হয়। তিন সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দাবি, ওই আইন বাতিল করতে হবে। আর মোদি সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাতিল করার কোনও সম্ভাবনা নেই।
-এএ