আওয়ার ইসলাম: প্রাণ থাকতে পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল শুক্রবার নায়হাটিতে একটি সমাবেশে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
মমতা বলেন, আমি যতক্ষণ বেঁচে আছি পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবে না। কাউকে রাজ্য বা দেশ ছেড়ে যেতে হবে না। পশ্চিমবঙ্গে কোনো বন্দিশিবির (ডিটেনশন সেন্টার) হবে না।
বিতর্কিত আইনের বিরুদ্ধে ছাত্রবিক্ষোভে সমর্থন জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা কেন এমন ভয়ংকর আইনের বিরোধিতা করতে পারবে না? কেন্দ্র বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আর তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করছে।
এ সময় ১৮ বছর হলেই ভোট দেওয়া অধিকার পাওয়া যায়, কিন্তু আন্দোলন করার অধিকার পাওয়া যাবে না কেন বলেও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে, শুক্রবারও নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে উত্তর প্রদেশে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংসতায় রাজ্যটিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, ১১শ’রও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার ও ৫ হাজার ৫শ’ ৫৮ জনকে আটক করেছে পুলিশ। রাজ্যের ২১টি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার (১১ ডিসেম্বর) রাজ্যসভায় পাস হয় বিলটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। আর বিপক্ষে পড়ে ১০৫টি ভোট। এরপর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি বিতর্কিত এই বিলে সই করেন। ফলে বিলটি আইনে পরিণত হয়।
বিতর্কিত আইনটিতে নিপীড়নের মুখে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে পাড়ি জমানো হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। আইনটির বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ভারতজুড়ে চলছে তীব্র বিক্ষোভ।
-এএ