আওয়ার ইসলাম: লিবিয়ায় সেনা পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তর্বর্তী সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডকে (জিএনএ) সহায়তা করার লক্ষ্যে সেনা পাঠানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের সামনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান জানান, লিবিয়ায় তুর্কি সেনা মোতায়েনের বিষয়ে আগামী বছরের ৭ জানুয়ারি সংসদে একটি বিল উত্থাপন করা হবে।
এরদোগান বলেন, যেহেতু লিবিয়ার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে সেক্ষেত্রে আমরা তা গ্রহণ করব এবং আমরা শিগগিরই লিবিয়ায় সেনা পাঠানোর ব্যাপারে একটি প্রস্তাবনা সংসদের কার্যতালিকায় আনবো। ইনশাল্লাহ আগামী ৮-৯ জানুয়ারি সংসদে এ বিল পাস হবে।
তিনি উল্লেখ করেন, লিবিয়ার পরিস্থিতি খারাপ হলে সেখানকার জনগণ এবং ত্রিপোলিকে রক্ষার দায়িত্ব রয়েছে তুরস্কের।
লিবিয়া সরকারের সঙ্গে তুরস্ক সম্প্রতি একটি সামরিক চুক্তি করেছে এবং এরইমধ্যে তুর্কি সংসদে তা অনুমোদন করা হয়েছে। তবে লিবিয়ায় সেনা পাঠাতে হলে সংসদ থেকে তার জন্য আলাদাভাবে অনুমোদন নিতে হবে।
-এএ