আওয়ার ইসলাম: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে বিমানটির দুই চালক নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) সাবালান পাহাড়ের কাছে হওয়া এ ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে এএফপি জানায়, সকাল ৯টার দিকে সাবালান পর্বতের কাছে সামরিক বাহিনীর যুদ্ধবিমান মিগ-২৯ বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের গণমাধ্যম প্রকাশিত ফুটেজে দেখা যায়, তুষারাবৃত পর্বতের আশপাশে ধোঁয়া উড়ছে। যুদ্ধবিমান ও ক্রুদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।
-এএ