আওয়ার ইসলাম: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় ভয়াবহ হামলায় ৩৫ জন সাধারণ মানুষ মারা গেছেন। তাদের মধ্যে অধিকাংশ নারী বলে জানা যায়। পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় আরো ৮০ জন।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, সৌম প্রদেশের আরবিন্দ শহরের পাশাপাশি একটি সামরিক ঘাটিতে হামলা চালায়। এতে সাত সেনাও প্রাণ হারান বলে জানা যায়।
ভূমি বেষ্টিত রাষ্ট্রটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। হামলার পেছনে কারা আছে, সেটি এখনো জানা যায়নি। বুরকিনা ফাসোয় প্রায়ই এই ধরনের হামলা হয়। চলতি মাসের শুরুতে একটি গির্জায় বন্দুকধারীরা গুলি করে ১৪ জনকে হত্যা করে ফেলে।
বুরকিনা ফাসোর সেনাবাহিনী ফ্রান্স এবং আমেরিকার থেকে প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। গত মঙ্গলবার সকালে মোটরবাইকে করে তারা হামলা চালা। এরপর বিমান বাহিনীর সাহায্য নিয়ে সেনাবাহিনী আকাশ থেকে আক্রমণ করে তাদের হত্যা করে।
-এটি