শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


বিক্ষোভে ইন্ধনের অভিযোগে ওয়াইসি ও সোনিয়া-প্রিয়াঙ্কার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও তাঁর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া তামিলনাড়ুতে পুলিশের অনুমতি ছাড়া সিএএ–বিরোধী বিক্ষোভ করায় ডিএমকে পার্টির নেতা এম কে স্টালিনসহ প্রায় ৮ হাজার মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সিএএর বিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ভারতের উত্তর প্রদেশের আলিগরে সোনিয়া, প্রিয়াঙ্কা ও অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলেমিনের নেতা আসুদুদ্দিন ওয়াইসি ও র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পাওয়া সাংবাদিক রাভিশ কুমারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আলিগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা করেন আইনজীবী প্রদীপ গুপ্ত। এই তথ্য নিশ্চিত করে আদালত বলেছেন, আগামী ২৪ জানুয়ারি এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

প্রদীপ গুপ্তা নিজের অভিযোগে জানিয়েছে যে, সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা বঢড়া, আসাদউদ্দিন ওয়াইসি আর রাবিশ কুমার নাগরিকতা আইন নিয়ে মানুষের মধ্যে উসকানি মূলক মন্তব্য করেছে, যেটা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যথেষ্ট।

এদিকে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে পুলিশের অনুমতি ছাড়া সমাবেশ করেছিলেন এম কে স্টালিন। পুলিশ গতকাল মঙ্গলবার বলেছে, এই অভিযোগে তিনিসহ ৮ হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এমন মামলাতেও বিক্ষোভ থেমে নেই। গতকালও দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে। রাজধানী দিল্লির মান্ডি হাউসে বিক্ষোভ থামাতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ