শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


বাংলাদেশে আসার ভিসা পেলেন না কলকাতার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের গ্রন্থাগার মন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলামের রাজ্য সভাপতি ও প্রভাবশালী মুসলিম নেতা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী অভিযোগ করেছেন, ভিসা আবেদনের যথাযথ প্রক্রিয়া অনুস্মরণ সত্ত্বেও বাংলাদেশ সরকার তাকে ভিসা দেয়নি। তার দাবি, ভিসা প্রত্যাখ্যানের কোনো কারণ জানানো হয়নি তাকে।

ভারতের আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যায়, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর সস্ত্রীক বাংলাদেশ যাওয়ার কথা আগামীকাল বৃহস্পতিবার। ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিগত কাজে স্ত্রী রাজিয়া এবং দেড় বছরের নাতনিকে নিয়ে বাংলাদেশে কাটানোর কথা ছিল তার। কিন্তু, সে দেশে যাওয়ার ভিসা তাকে দেওয়া হয়নি বলেই বুধবার দাবি করেছেন মন্ত্রী।

সিদ্দিকু্ল্লার পক্ষ থেকে জানানো হয়েছিল, সিলেটের জামেয়া রেঙ্গা মাদরাসায় চলমান তিন দিনব্যাপী শতবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেওয়া কথা ছিল তার । সেখান থেকে শাহজালাল রহ. -এর মাজার জিয়ারতে যাবেন বলেও পরিকল্পনা ছিল তার। সিলেটেই মন্ত্রীর স্ত্রীর আত্মীয় থাকেন। সেখানেও যাওয়ার কথা ছিল বলে জানিয়েছিলেন তিনি। সঙ্গে ঢাকা শহরে মন্ত্রীর এক আত্মীয়ের সঙ্গে দেখা করার কথা ছিল।

এ বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যমটি মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তিন দিন আমার অফিসের এক কর্মীকে দু’ঘণ্টা করে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে বসিয়ে রাখার পর বুধবার পর্যন্ত ভিসা দেওয়া হয়নি। কেন ভিসা দেওয়া হল না তা নিয়েও কিছু জানানো হয়নি।

তিনি বলেন, সম্ভবত বাংলাদেশ কর্তৃপক্ষকে ভুল বোঝানো হয়েছে, না হলে তারা বেশি বুঝছে। কোন প্রসঙ্গে তিনি এই অভিযোগ করছেন তা নিয়ে প্রশ্ন করা হলে মাওলানা সিদ্দিকুল্লাহ বলেন, বাংলাদেশে আমার কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। এক বারেই ব্যক্তিগত সফর। আমি বাংলাদেশের কোনও সংগঠনের সঙ্গেও যুক্ত নই। তার পরেও আমার ভিসা আবেদন বাতিল করা হল। এর পেছনে অবশ্যই রাজনীতি রয়েছে।

এ বিষয়ে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোফাক্খারুল ইকবালকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি গণমাধ্যমের ফোন ধরেননি। তার প্রতিক্রিয়া জানতে চেয়ে হোয়াটস্অ্যাপে মেসেজ করা হলেও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আনন্দবাজার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ