আওয়ার ইসলাম: ভারতের নাগরিকত্ব আইন ও এনআরসির পর এবার এনপিআর নিয়েও মোদি সরকারকে তোপ দেগেছেন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এনআরসি ও এনপিআর একই মুদ্রার দুটি পিঠ বলে উল্লেখ করেছেন তিনি। একের পর এক টুইটে কেন্দ্রীয় পদক্ষেপের সমালোচনায় সরব হয়েছেন হায়দরাবাদের এই সাংসদ। টুইটে এনআরসি ও এনপিআর নিয়ে নিজস্ব মতামত ব্যাখ্যা করেছেন ওয়াইসি।
ইতিমধ্যেই এনপিআরের কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার আপডেটের জন্য টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশেই ছাড়পত্র দিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় ক্যাবিনেট।
এনপিআর নিয়ে কেন্দ্রের তৎপরতার পরপরই কেন্দ্রীয় পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন ওয়াইসি। টুইটে তিনি লেখেন, ‘এনপিআর হল ভারতীয় নাগরিকদের জাতীয় নিবন্ধের প্রথম পদক্ষেপ। এটা দেশব্যাপী এনআরসির অপর নাম। এনপিআর এবং এনআরসির মধ্যে যোগসূত্রটি বোঝা গুরুত্বপূর্ণ। এপ্রসঙ্গে কেন্দ্রকে বিঁধে ওয়াইসির অভিযোগ, ভারত সরকার গোপনে এনআরপির মাধ্যমে এনআরসি বাস্তবায়ন শুরু করেছে। দেশব্যাপী এনআরসি করা শুরু হলে প্রতিটি ভারতীয় সমস্যায় পড়বেন। এখানে পাঁচ শতাংশ লোকেরও পাসপোর্ট নেই। তিনি কীভাবে নাগরিকত্ব প্রমাণ করতে পারেন এবং কে তা সিদ্ধান্ত নেবে? কী জন্য এক লাইনে দাঁড়াতে হবে একশো কোটি মানুষকে। কল্পনা করতে পারেন? এনপিআর হল ভারতীয় নাগরিকদের জাতীয় নিবন্ধের প্রথম পদক্ষেপ, যা দেশব্যাপী এনআরসির অপর নাম।’
একইসঙ্গে এনআরসি নিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহের দুরকমের মন্তব্যের কড়া সমালোচনা করেন ওয়াইসি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে ব্যাখ্যা করতে হবে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে মিথ্যা বলেছেন কিনা। অমিত শাহ বলেছিলেন এনআরসি কার্যকর হবে। এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আসামে এনআরসি কার্যকর করা হয়েছিল। দেশজুড়ে এনআরসি বাস্তবায়নের কোনো পরিকল্পনা নেই।’
রবিবার দিল্লির রামলীলা ময়দানের সভায় প্রধানমন্ত্রী মোদি জানিয়েছিলেন, এনআরসি সংসদের সামনে আনা হয়নি। এবিষয়ে মন্ত্রিসভায় আলোচনাও হয়নি।
আরএম/