শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ভারতকে নাগরিকত্ব আইন বিল বাতিলের আহ্বান ওআইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় পাস হওয়া মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ করতে গিয়ে এ পর্যন্ত অন্তত প্রায় ৩০ জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। এছাড়াও, অগণিত মানুষের হতাহতের খবর দিয়েছে প্রভাবশালী গণমাধ্যমটি।

এদিকে গোটা ভারতজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়া এই বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশংকা করছেন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। বিজেপি সরকার কর্তৃক বিতর্কিত নাগরিকত্ব আইন ও বাবরি মসজিদ মামলার রায়ে নিয়ে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

রোববার সৌদি আরবের জেদ্দা থেকে ওআইসির এক বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর মাধ্যমে ভারত সরকার মুসলিমদের স্বার্থহানি করেছে বলেও অভিযোগ তুলেছে সংস্থাটি। খবর আনাদলু ও ডনের।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের চার্টারের মাধ্যমে প্রত্যেকটি দেশে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত করেছে। তার বিপরীতে ভারতের এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

ওআইসি গভীরভাবে ভারতের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে অবিলম্বে মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ করা ও তাদের পবিত্র স্থানগুলো সংরক্ষণ করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।

ভারত সরকারের এমন আচরণ ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করবে জানিয়ে বিবৃতিতে জাতিসংঘ সনদের নীতিমালা, দায়বদ্ধতা, বাধ্যবাধকতাগুলো তুলে ধরে কোনও রকম বৈষম্য ছাড়া ভারতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক আইন পালনের ওপর জোর দেয়া হয়েছে।

এর আগে গতকাল সদ্য পাস হওয়া এই নাগরিকত্ব আইনকে 'মুসলমানদের বিরুদ্ধে স্বতন্ত্র বর্ণবাদী আইন' হিসেবে বর্ণনা করেছে বিশ্ব মুসলিম ওলামা সংঘ। সংস্থাটির দাবি, এই আইন ভারত থেকে জোরজবরদস্তি ও ঘৃণার সঙ্গে মুসলমানদের বহিষ্কার করার নতুন কৌশল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ