আওয়ার ইসলাম: ‘ইসলাম নারী নেতৃত্বকে নিষেধ করে না এবং সামাজিক যে কোনো ক্ষেত্রে নারীর ইতিবাচক অংশগ্রহণে কোন বাঁধা নেই।’ এমনই মন্তব্য করেছেন বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামি আইন গবেষণা অনুষদের প্রফেসর ড. আহমাদ কারিমাহ।
সোমবার (২৩ ডিসেম্বর) মিসরীয় একটি রেডিও অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী গাজ্জাহ মুস্তফার সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় এ ইসলামি স্কলার বলেন, ইসলাম নারীর মর্যাদা উঁচু করেছে, মহানবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় নারীদের পরামর্শকে পুরুষের সমান গুরুত্ব দিতেন। আর হুদায়বিয়ার সন্ধিতে হজরত উম্মে সালামাহ রা. এর দেয়া পরামর্শের ভিত্তিতেই বিদ্রোহ নির্বাপিত হয়েছিল।
ড. আহমাদ কারিমা বলেন, নেতৃত্বে নারীর অংশগ্রহণ বিষয়ে সালাফি-ওয়াহাবিদের কথা গ্রহণ করা কারও জন্যই উচিৎ নয়। কেননা, বুখারী শরিফের হাদিস (ওই জাতি কখনোই সফল হবে না, যারা তাদের বিষয় ন্যস্ত করেছে কোন নারীর ওপর) এর মাধ্যমে তারা যে প্রমাণ উপস্থাপন করে তা মূর্খতাসূলভ; এই হাদিসের ব্যখ্যা ভিন্ন।
আল আহরাম অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/