তামিম আহমদ: রাজধানী ঢাকার সুনামধন্য প্রতিষ্ঠান জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার মিলনায়তনে আয়োজন করা হয় মহান বিজয় দিবস উপলক্ষে বক্তৃতা ও হিফজুল কুরআন প্রতিযোগিতা।
আজ জহীর পাঠাগার এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুফতি মোফাজ্জল হুসাইন ও মুফতি মোহাম্মদ উল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষাসচিব মুফতি জোবায়ের আহমদ, মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুর রহীম, মুফতি হাবীবুল্লাহ ও মুফতি মুহাম্মদ আরাফাত।
আলহাজ্ব হা. মাও. মুফতি জুবায়ের আহমাদ অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে বলেন, প্রতিটা মাদরাসায় এভাবে ধর্মীয় ভাবধারায় অনুষ্ঠান করে ছাত্রদেরকে মুক্তিযুদ্ধের সঠিক চেতনায় উজ্জীবিত করা উচিত। এতে তাদের ভেতর দেশপ্রেমের মানসিকতা আরও সুন্দরভাবে তৈরি হবে।
তিনি আরো বলেন, যারা স্বাধীন দেশের জন্য নিজের জীবনটা কোরবানি করে দিয়েছে, তারা আজ আমাদের দিকে তাকিয়ে আছে নেকির জন্য। নাচগান আর খেলাধুলার আয়োজনের মাধ্যমে শহিদদের সামান্যতম উপকার হবে না। তাদেরকে প্রকৃতপক্ষেই ভালবেসে থাকলে তাদের জন্য নেক আমল করে সওয়াব রেসানি করতে হবে। এ জন্যই আমরা খেলাধুলার আয়োজন না করে দোয়া ও কুরআন খতমের আয়োজন করেছি।’
এ সময়ে প্রতিষ্ঠানের শিক্ষকগণ মহান মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ইতিহাস ছাত্রদের সম্মুখে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রদেরকে পুরস্কৃত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
-এটি